রওশন এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
২৬ জুন ২০২১ ২৩:১৭ | আপডেট: ২৭ জুন ২০২১ ১০:৩৬
ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের স্ত্রী রওশন এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৬ জুন) দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা যায়।
পরে এর সত্যতা জানতে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।’ তবে কবে, কখন হাসপাতালে ভর্তি হয়েছেন সে সম্পর্কে কিছু জানাননি। এ বিষয়ে জানার জন্য তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
তবে অপর একটি সূত্র বলেছে, বাজেটের পাসের দিন এবং অধিবেশনের শেষ দিন তার সংসদে উপস্থিত থাকার কথা রয়েছে।
বেগম রওশন এরশাদ বার্ধক্যজনিত কারণে গত মাসেও সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। তার ব্লাড প্রেসার এবং গ্যাসের সমস্যা রয়েছে বলে জানায় তার অফিসের একজন কর্মকর্তা।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম