Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট হচ্ছে সিলেট-৩ আসনে, শফি-আতিকের মুখোমুখি নৌকার হাবিব

বিলকিস সুমি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ২৩:১৮ | আপডেট: ২৭ জুন ২০২১ ১১:২৩

সিলেট: ভোট হচ্ছে সিলেট-৩ সংসদীয় আসনে। নৌকার প্রার্থী আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের মুখোমুখি হয়েছেন ৩ প্রার্থী। এরা হলেন- জাতীয়পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত কেন্দ্রীয় সদস্য শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মো. মিয়া।

শুক্রবার চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত লড়াইয়ে সবাই সরব হয়েছেন।

প্রায় ৩ লাখ ২২ হাজার ভোটারের সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) তিন বারের এমপি ছিলেন মাহমদ উস সামাদ চৌধুরী। গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এ আসনটি শূণ্য ঘোষণা করে নির্বাচনি তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৮ জুলাই এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে চলমান লকডাউনে নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পেছাবে কিনা, সেটি এখনও নিশ্চিত নয়।

এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক। তিনি গত বছর সিলেট জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য হয়েছেন। ২০০৮ সাল থেকে নৌকার মনোনয়ন চেয়ে মাঠে ছিলেন হাবিবুর রহমান হাবিব। এবারের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে দুই ডজন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়েছিলেন। এর মধ্যে হাবিবকে দেওয়া হয় নৌকার মনোনয়ন।

উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিবকে এবার চ্যালেঞ্জ নিয়ে জয়লাভ করতে হবে বলে জানিয়েছেন ভোটাররা। কারণ হাবিবের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নেতার (সদ্য বহিস্কৃত) পাশাপাশি, ২০০১ সালে এ আসনে বিএনপি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৬ সাল থেকে এ আসনের সবকটি জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফি চৌধুরী।

বিজ্ঞাপন

অপর প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির আতিকুর রহমান আতিকও ১৯৯১ সাল থেকে জাতীয় সংসদে নির্বাচন করছেন। তবে, একবারও জয়ের মুখ দেখেননি আতিক।

নৌকার পক্ষে অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের উপনির্বাচনে সিলেট আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে। এরই মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে আওয়ামী লীগ নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। দলীয় প্রার্থী হাবিবুর রহমান হাবিবও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি জানান, প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী অসমাপ্ত কাজ শেষ করার পর তিনি সিলেট-৩ আসনকে শিল্পোন্নত এলাকা করতে কাজ করবেন।

জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক এরই মধ্যে নৌকার প্রার্থী হাবিবের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের (বৃটিশ ও বাংলাদেশ) অভিযোগ তুলে নির্বাচন কমিশনে প্রার্থী হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন। তার এই চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর আতিক উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তিনি নিজেও শুক্রবার থেকে নির্বাচনি মাঠে সরব হয়েছেন।

আতিকুর রহমান আতিক বলেন, ‘১৯৯১ সাল থেকে নির্বাচন করছি। জয়ের মুখ দেখছি না। এবার ভোটারের কাছে শেষ বারের মতো সুযোগ চাইবো। আমার পক্ষে জাতীয় পার্টি ও সিলেট-৩ আসনের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।’

উপ নির্বাচনে প্রার্থী হতে কোনো আলোচনায়ই ছিলেন না বিএনপি থেকে বহিস্কৃত নেতা ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী। চিকিৎসার জন্য আমেরিকা গিয়েছিলেন। হঠাৎ করে গত ১৪ জুন আমেরিকা থেকে ফিরে ১৫ জুন শেষ দিন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর থেকে মাঠে সক্রিয় রয়েছেন শফি আহমদ চৌধুরী।

শফি আহমদ চৌধুরীর দাবি, তার পক্ষে বিএনপির তৃণমূলের কর্মীরা রয়েছে। যেখানে যাচ্ছেন মানুষের সাড়া পাচ্ছেন। সিলেট-৩ আসনের মানুষের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিতে জনসেবার ব্রত নিয়ে তিনি প্রার্থী হয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মো. মিয়া প্রার্থী হলেও আলোচনায় নেই।

সারাবাংলা/এমও

নৌকার হাবিব সিলেট-৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর