Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির পরীক্ষা ফের স্থগিত, ঢাকায় যাবে ৪ বাস

চবি করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ২০:৪৫

চট্টগ্রাম ব্যুরো: সারাদেশে কঠোর লকডাউনের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান পরীক্ষা আবারও স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের নিয়ে প্রক্টরিয়াল বডির ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের চারটি বাস ঢাকায় যাবে বলেও জানানো হয়েছে।

শনিবার (২৬ জুন) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান সারাবাংলাকে এই তথ্য জানান।

বিজ্ঞাপন

অধ্যাপক মনিরুল বলেন, ‘সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল দুপুর ১২ টায় প্রক্টরের ব্যবস্থাপনায় চারটি বাস শিক্ষার্থীদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।’

এর আগে, গত মঙ্গলবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে স্থগিত পরীক্ষাগুলো সশরীরে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিভিন্ন বিভাগ পরীক্ষার তারিখ ঘোষণা করে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে এসেছেন। কিন্তু সোমবার থেকে সরকার ফের লকডাউন ঘোষণা করায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল চবি কর্তৃপক্ষ।

সারাবাংলা/সিসি/পিটিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর