গাছ নিয়ে বিরোধের জেরে খুন
২৬ জুন ২০২১ ১৯:৫৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে হামলায় একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ জুন) সকালে উপজেলার চাতরি ইউনিয়নের খিলপাড়ায় এ ঘটনা ঘটে বলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল শিকদার জানিয়েছেন। নিহত রতন দাশ (৫৫) চাতরি ইউনিয়নের খিলপাড়া গ্রামের বাসিন্দা।
ওসি এসএম দিদারুল ইসলাম শিকদার জানান, রতন দাশের সঙ্গে তাদের প্রতিবেশি টিপু ভৌমিক ও মিন্টু ভৌমিকের পরিবারের সাথে জায়গা নিয়ে বিরোধ আছে। বিরোধপূর্ণ জায়গার একটি গাছ কাটা নিয়ে তাদের মধ্যে কয়েকবার ঝগড়া হয়।
ওসি বলেন, ‘আজ (শনিবার) সকালে টিপু ভৌমিক তার স্ত্রী কণিকা দাশ, ছেলে নিলয় ও ছোট ভাই মিন্টু ভৌমিক গাছটি কাটছিলেন। তখন রতন গিয়ে বাধা দেন। এ সময় তারা লাঠি ও দা নিয়ে রতনের ওপর হামলা করে। আহত রতনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সারাবাংলা/আরডি/পিটিএম