Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই ঠেলাগাড়ি চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ১৮:৪৭

ঢাকা: রাজধানীর গুলশান কোকোকোলা মোড়ে পিকআপ ভ্যান ধাক্কায় দুই ঠেলা গাড়ি চালক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন বাবুল মিয়া (৪০) ও আরিফুল ইসলাম আলেক (২৭)। আহতরা হলেন আবুল কাশেম (৪০), মিজানুর (৩৫)

শনিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, বেলা সাড়ে ১১টার দিকে নতুনবাজার কোকাকোলা মোড়ে দুইটা ঠেলাগাড়িতে মাটি নিয়ে যাচ্ছিল। এ সময় একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে আরিফুল ইসলাম আলেক (২৭) ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অবস্থায় বাবুলকে ঢামেক হাসপাতলে নিয়ে গেলে মারা যায়। আহত আবুল কাশেমকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেক আহত মিজানুরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বাবুলের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আরিফুলের মৃতদেহ ঢামেক মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত দুজনের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে।

আহত আবুল কাশেম জানান, তারা সবাই ভাটারা নয়ানগর এলাকায় থাকে। আজ সকালে দুইটা ঠেলাগাড়িতে মাটি নিয়ে কালাচাঁদপুর থেকে কোকোকোলা মোড়ের দিকে আসছিল। এ সময় সামনের দিক থেকে একটি পিকআপ তাদের দুই ঠেলাগাড়ি ধাক্কা দেয়।

বাবুলের মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন আব্দুর রশিদ। তিনি জানান, ভাইয়ের নাম আব্দুর রহমান অরফে বাবুল (৪০)। বাবার নাম আ. খালেক, গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রানিগাঁও গ্রামে। বর্তমানে ভাটারা টেকবাড়ি এলাকায় এক ছেলে নীরব (১৫), স্ত্রী রাজিয়া আক্তারকে নিয়ে থাকত। তার স্ত্রী রাজিয়া বাসাবাড়িতে কাজ করে। বাবুল বিশ বছর ধরে ঠেলাগাড়ি চালাত।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/একে

টপ নিউজ ঠেলাগাড়ি চালকের মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর