Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনাক্ত ও মৃত্যু কমলেও সংক্রমণের হার ছাড়াল ২২%

সারাবাংলা ডেস্ক
২৬ জুন ২০২১ ১৭:৪৫ | আপডেট: ২৬ জুন ২০২১ ১৮:১৫

আগের দিন দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণ নিয়ে মারা গেছেন ৭৭ জন। একইসঙ্গে আগের দিনের তুলনায় ৮ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা কম হওয়ায় কমেছে সংক্রমণ শনাক্তের পরিমাণ।

আগের দিন ৫ হাজার ৮৬৯টি সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই পরিমাণ ছিল ৪ হাজার ৩৩৪। তবে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার বেড়েছে। আগের দিন সংক্রমণের হার ২১ শতাংশ ছাড়ালেও গত ২৪ ঘণ্টায় এটি ছাড়িয়েছে ২২ শতাংশের ঘর।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৭১ দিনে সংক্রমণের হার সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৫৪টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৯ হাজার ৮৪৪টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ২৬২টি। তবে আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৭ হাজার ৬৫৩টি। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় ৮ হাজার ৩৯১টি কম হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে ৪ হাজার ৩৩৪টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলো। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২২ দশমিক ৫০ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সবশেষ গত ১৬ এপ্রিল দেশে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৩৬ শতাংশ। সে হিসাবে ওই নের পর থেকে আজ পর্যন্ত ৮৭১ দিনে গত ২৪ ঘণ্টাতেই সংক্রমণের হার সর্বোচ্চ।

বিজ্ঞাপন

মৃত্যু বেশি ঢাকার বাইরে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন ৭৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেল। এ নিয়ে সংক্রমণ শনাক্তের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৭৭ জন মারা গেছেন, তাদের মধ্যে ৪৮ জন পুরুষ, ২৯ জন নারী। তার মধ্যে চার জন বাসায় ও ৭২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

এর আগে করোনায় মৃত্যু সবচেয়ে বেশি হতো ঢাকা বিভাগে। তবে গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টাতেও ঢাকার বাইরেই মৃত্যু হয়েছে। ৭৭ জনের মধ্যে সর্বোচ্চ ২০ জন মারা গেছেন চট্টগ্রামে, দ্বিতীয় সর্বোচ্চ ১৯ জন খুলনায়। ঢাকা বিভাগে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১৭ জন। এছাড়া রাজশাহীতে ৯ জন, সিলেট ও রংপুরে চার জন করে, ময়মনসিংহে তিন জন এবং বরিশালে একজন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।

বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত ৭৭ জনের মধ্যে ৩৮ জনের বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৭ জন ও ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৩ জন মারা গেছেন। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী পাঁচ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী তিন জন ও ১১ থেকে ২০ বছর বয়সী একজন মারা গেছেন এই সময়ে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে ৮ লাখ ৮৫৪ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৮ শতাংশ।

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর