Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষুধা আর লকডাউন একসাথে চলে না: জি এম কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ১৫:১২ | আপডেট: ২৬ জুন ২০২১ ১৫:৫০

ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি সহায়তা যেন চুরি না হয়, সেজন্য কঠোর হতে হবে সংশ্লিষ্টদের।

শনিবার (২৬ জুন) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে কখনোই লকডাউন সফল হবে না। কখনোই ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন এক সাথে চলে না।

জি এম কাদের বলেন, এটা মানতেই হবে, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ, যাদের ঘরে খাবার মজুত থাকে না। প্রতিদিন আয় করেই প্রতিদিনের খাবার জোগার করতে হয় তাদের। এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সাথে ওষধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়। দিতে হয় বাসা ভাড়াও। লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে হাহাকার উঠবে এ সকল পরিবারে। মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে দেশজুড়ে। এছাড়া আইন-শৃংখলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে অভাবের কারণে।

সারাবাংলা/এএইচএইচ/এএম

করোনাভাইরাস জি এম কাদের টপ নিউজ লকডাউন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর