Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

লোকাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ১৩:৪৩

সাভার: জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (২৬ জুন) বেলা ১১টায় সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নতুন সেনাপ্রধান। এ সময় তাকে স্বাগত জানান সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

শহিদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় শহিদ স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে সেনাপ্রধান জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং বেলা সাড়ে ১১টার দিকে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।

সারাবাংলা/এএম

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর