Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে একদিনেই আক্রান্ত ৪৭০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ১২:৩৬ | আপডেট: ২৬ জুন ২০২১ ১৬:৩২

যশোর: সীমান্তবর্তী জেলা যশোরে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মাত্র একদিনে এই জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪৭০ জনের শরীরে। মারা গেছেন দুইজন।

জানা গেছে, শুক্রবার (২৫ জুন) সকাল আটটা থেকে শনিবার (২৬ জুন) সকাল আটটা পর্যন্ত ৯৫১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে দুইজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। শনাক্তের হার ৪৯ শতাংশ।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৭৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৫২ জন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভর্তি আছে করোনা আক্রান্ত রোগী।

করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখি হওয়ায় জেলায় চতুর্থ দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন। মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে এবং ঘরে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস টপ নিউজ যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর