Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বাসে ‘দলবদ্ধ ধর্ষণ’, গ্রেফতার ৬

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২১ ২২:১৩ | আপডেট: ২৬ জুন ২০২১ ১০:২৩

বাসে ধর্ষণ [প্রতীকী ছবি]

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইয়ে বাসে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৫ জুন) সন্ধ্যা পর্যন্ত মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেনচট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক।

পুলিশ জানিয়েছে, ঘটনার শিকার তরুণীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। গত বুধবার (২৩ জুন) সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অধিকাংশ সময় বাসে এবং পরে আরও বিভিন্ন এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।

এসপি রশিদুল হক সারাবাংলাকে বলেন, ‘রানা নামে বাসের একজন স্টাফ আছে। তার পূর্বপরিচিত মেয়েটি। সম্পর্কের সুবাদে রানা তাকে ফুসলিয়ে মীরসরাইয়ে নিয়ে যায়। এরপর ছয় জন মিলে প্রথমে একটি বাসের ভেতর এবং পরে মীরসরাইয়ে আরও বিভিন্ন জায়গায় নিয়ে জিম্মি করে তাকে আবারও ধর্ষণ করে। তাদের আরও দু’জন সহযোগী আছে। মোট আট জন ঘটনার সঙ্গে জড়িত। আমরা ছয় জনকে গ্রেফতার করেছি। বাকি দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

গ্রেফতার অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এসপি এস এম রশিদুল হক।

সারাবাংলা/আরডি/টিআর

দলবদ্ধ ধর্ষণ বাসে ধর্ষণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর