ফরম পূরণের সময় শেষ, পুলিশের উদ্যোগে হলো পরীক্ষা
২৫ জুন ২০২১ ২০:৩৭ | আপডেট: ২৫ জুন ২০২১ ২৩:৪৮
ঢাকা: পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী করোনাকালে যথাসময়ে পরীক্ষার ফরম পূরণ করতে পারেনি। কারিগরি শিক্ষাবোর্ড ঘোষিত নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ফরম পূরণের কোনো উপায়ও ছিল না। কলেজের অধ্যক্ষ বা কলেজ কর্তৃপক্ষের সামনে উপস্থিত হয়ে তাদের বিষয়টি বোঝানোরও কোনো সুযোগ ছিল না তার।
পড়ালেখা আর হলো না— এই ভেবে মানসিকভাবে ভেঙে পড়ে সেই ছাত্রটি। এমন সময় সে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে তার অসহায়ত্ব ও যে পরিস্থিতির কারণে যথাসময়ে ফরম পূরণ করতে না পারার বিষয়টি জানিয়ে সহযোগিতা চেয়ে একটি বার্তা দেয়।
বিষয়টি স্বাভাবিক পুলিশিং কার্যক্রমের অংশ নয়। তবু, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং তার বার্তাটি পড়ে তার সঙ্গে যোগাযোগ করে বুঝতে পারে, ছাত্রটি পরিস্থিতির শিকার। তাই এ বিষয়ে তাকে সহযোগিতা করার জন্য পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদলকে বার্তাটি পাঠান। ওসিকে নির্দেশনা দেওয়া হয়, ওই কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে ছাত্রটির পরিস্থিতি তার কাছে যেন তুলে ধরা হয়। আর পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোনো উপায় থাকলে ছাত্রটিকে পরীক্ষার ফরম পূরণে যেন সহযোগিতা করা হয়।
পুলিশের অনুরোধে এবং ছাত্রের পরিস্থিতি ও অপারগতার বিষয়টি বিবেচনায় নিয়ে অধ্যক্ষ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে বরাবর একটি আবেদন নিতে সম্মত হন। তবে, বাস্তবতা হলো নির্ধারিত সময়ের পরে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ নতুন কোনো আবেদন গ্রহণ করে না। এ ব্যাপারে অধ্যক্ষেরও কিছু করার নেই!
এ পর্যায়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং ঢাকা মেট্টোপলিটন পুলিশের শের-ই-বাংলা নগর থানার ওসি জানে আলম মুনশীকে নির্দেশনা দেয়, ওই এলাকায় অবস্থিত কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যেন তাদের দৃষ্টিগোচর করা হয়। শের-ই-বাংলা নগর থানার ওসি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়টি তাদের দৃষ্টিতে আনেন।
পুলিশের উপস্থাপনায় ওই ছাত্রের পরিস্থিতি বিশেষ বিবেচনায় নিয়ে বোর্ড কর্তৃপক্ষ আবেদনটি মানবিক কারনে গ্রহণ করে তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়।
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা বলছেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে আমরা ছেলেটিকে সহায়তা করেছি। তবে বাংলাদেশ পুলিশ একটি বিষয় স্পষ্ট করে জানাতে চায়, বোর্ড কর্তৃপক্ষের ঘোষণা করা নির্ধারিত সময়ের পরে ফরম পূরণের কোনো আবেদন প্রকৃতপক্ষে গ্রহণযোগ্য নয়। ফলে ভবিষ্যতে এ ধরনের কোনো বার্তাকে কোনোভাবেই পুলিশ উৎসাহিত করবে না।
সারাবাংলা/ইউজে/এমও