Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় ১০১ করোনা রোগী শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২১ ১৮:৩৬

ঠাকুরগাঁও: জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট মৃতের সংখ্যা ৬৫ জন। আর নতুন করে শনাক্ত হয়েছেন ১০১ জন। এ নিয়ে জেলাটিতে করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজার ৮২১ জনে দাঁড়িয়েছে। করোনায় আক্রান্তের হার প্রায় ৪৯ শতাংশ।

শুক্রবার (২৫ জুন) সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় পীরগঞ্জ উপজেলার ৭০ বছর বয়সী এক পুরুষ এবং রাণীশংকৈল উপজেলায় ৪৫ বছর বয়সী এক নারী মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫৭ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১২ জন, পীরগঞ্জ উপজেলায় ১৪ জন, রানীশংকৈল উপজেলায় ১১ জন এবং হরিপুর উপজেলায় ৭ জন।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, জনগণের মধ্যে সচেতনা সৃষ্টির জন্য পুলিশ প্রশাসন মাইকিং, লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহ্বান জানান।

সারাবাংলা/এনএস

১০১ করোনা রোগী শনাক্ত করোনাভাইরাস ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর