মোবাইল গেম নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে যুবক খুন
২৫ জুন ২০২১ ১৮:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। পুলিশ জানিয়েছে, মোবাইল গেম নিয়ে ঝগড়ার জেরে যুবককে ছুরিকাঘাত করা হয়েছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন।
বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বসুমতি দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৫ জুন) ভোরে তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ আবদুল গনি প্রকাশ রকি (২৫) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গোদার পাড় এলাকার মৃত আহমদ কবিরের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সারাবাংলাকে জানান, রকি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। চকরিয়ায় বাড়ি হলেও সাতকানিয়ায় থাকতেন। গত (বৃহস্পতিবার) রাতে তাকে ছুরিকাঘাতের পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে শুক্রবার ভোরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ওসি আনোয়ার বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, রাতে রকিসহ কয়েকজন ঘটনাস্থলে নির্মাণাধীন রেললাইনের পাশে রাস্তায় বসে মোবাইলে গেম খেলছিলেন। সেখানে একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে স্থানীয় লোকজন রকিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। ঝগড়ার জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। আমরা বিস্তারিত তদন্ত করছি।’
রকির সঙ্গে যারা মোবাইলে গেম খেলছিল, তাদের মধ্যে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও ওসি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এমও