বাজেট অধিবেশনেই সংসদে উঠছে জাতীয় আর্কাইভস বিল
২৪ জুন ২০২১ ২৩:১১ | আপডেট: ২৫ জুন ২০২১ ১৪:২৭
ঢাকা: চলতি বাজেট অধিবেশনে ‘বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল, ২০২১’ উত্থাপন করা হবে। কেবল উত্থাপন নয়, বিলটি এই অধিবেশনে পাসও হতে পারে বলে জানা গেছে।
বৃস্পতিবার (২৪ জুন) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে।
কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ছাড়াও সদস্য সাগুফতা ইয়াসমিন ও অসীম কুমার উকিল অংশ নেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিতে পাঠানো ‘বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল, ২০২১’ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর প্রতিবেদন প্রস্তুত করে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য কমিটি সুপারিশ করে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের পরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/টিআর