Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইজিপি অ্যাপে দেখুন ইউরো-কোপা আমেরিকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ২২:১২ | আপডেট: ২৫ জুন ২০২১ ১৪:২৩

ঢাকা: ফুটবল ফ্যানরা এখন ইউরো ২০২০ ও কোপা আমেরিকার মতো তাদের পছন্দের টুর্নামেন্টগুলো উপভোগ করতে পারবেন মাইজিপি অ্যাপের স্পোর্টস ফিচারের মাধ্যমে। এছাড়াও খেলাপ্রেমীদের জন্য গ্রামীণফোনের এই অ্যাপে রয়েছে আকর্ষণীয় নানা গুডিস ও অফার। বৃহস্পতিবার (২৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, ইউরো ২০২০ ও কোপা আমেরিকা’র মতো জনপ্রিয় দুই টুর্নামেন্ট এখন চলছে। সামনেই রয়েছে টি২০ বিশ্বকাপ। পছন্দের দল ও খেলোয়াড়দের নিয়ে ব্যবহারকারীদের উদ্দীপনাকে আরও রোমাঞ্চপূর্ণ করতে গ্রামীণফোনও এর এক্সক্লুসিভ অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম মাইজিপিকে করেছে আরও  কার্যকরী ও স্বাচ্ছন্দ্যদায়ক।

বিজ্ঞাপন

গ্রামীণফোন বলছে, খেলা দেখার সুযোগা ছাড়াও আরও বেশি ফ্যানের মধ্যে খেলা নিয়ে উদ্দীপনা বাড়িয়ে তুলতে গ্রামীণফোন জার্সি ভেন্ডর ইন্ডিগো এবং অনলাইন স্পোর্টস কমিউনিটি প্যাভিলিয়ন, প্লান্টিক, ফুটবল ফ্যানস বাংলাদেশ এবং চেলসি ও ম্যানচেস্টার সিটি সাপোর্টার গ্রুপের সঙ্গেও পার্টনারশিপ করেছে। আর ফুটবলপ্রেমীরা যখন বাসা থেকে খেলা দেখবেন, তখন তাদের খাবার অর্ডার করার সুবিধা বাড়াতে ফুডপ্যান্ডার সঙ্গেও পার্টনারশিপ করেছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, ‘জুন ও জুলাই মাসে মাইজিপি ব্যবহারকারীরা এ প্ল্যাটফর্মেই ফুটবলের দুনিয়া খুঁজে পাবেন। আর্ন্তজাতিক জনপ্রিয় খেলাগুলো আমরা মাইজিপিতে আনতে পেরে খুবই আনন্দিত।  লক্ষাধিক ব্যবহারকারীর যেখানেই থাকুক, আমাদের এই উদ্যোগের সুবিধা নিয়ে খেলা দেখার সুযোগ পাবে। ব্যবহারকারীদের জন্য এমন নতুন কিছু নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা ভবিষৎতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

গ্রামীণফোনের অল-ইন-ওয়ান মাইজিপি অ্যাপটি আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করতে ভিজিট করুন https://Mygp.li/home।

সারাবাংলা/ইএইচটি/টিআর

গ্রামীণফোন মাই জিপি অ্যাপ