Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের কো-পাইলট সাব্বিরকে জামিন দেননি হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২১ ০৮:৩২ | আপডেট: ২৫ জুন ২০২১ ১২:৪৮

ঢাকা: বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বির ইমামকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে আদালত খারিজ করে দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল পারভেজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার জানান, বাংলাদেশ বিমানের কো-পাইলট সাব্বির ইমামের জামিন আবেদন আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে পরে নট প্রেস রিজেক্ট (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) করে দিয়েছেন আদালত।

বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাব্বির ইমাম ও তার তিন সহযোগীকে ২০১৭ সালের ৩০ অক্টোবর আটক করে র‌্যাব। পরে মিরপুরের দারুস সালাম থানায় বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলা দেওয়া হয়। পরদিন তাদের সাত দিনের রিমান্ডে পাঠায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠান আদালত।

এর আগে ওই বছরের ৭ সেপ্টেম্বর সাব্বিরের বাবা হাবিবুল্লাহ বাহার আজাদকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আটক করা হয়। র‌্যাবের দাবি, সাব্বির জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং নিহত সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহর সহযোগী।

সারাবাংলা/কেআইএফ/টিআর

বিমানের কো-পাইলট সাব্বির আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর