সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২১ ১২:০৫ | আপডেট: ২৫ জুন ২০২১ ১২:২৫
২৫ জুন ২০২১ ১২:০৫ | আপডেট: ২৫ জুন ২০২১ ১২:২৫
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেলের একজন আরোহীর নিহত হয়েছেন। তবে দুর্ঘটনায় জড়িত ট্রাকের চালক বা ট্রাকটি আটক করা যায়নি।
শুক্রবার (২৫ জুন) সকালে সদর উপজেলার সয়দাবাদ শিল্পপার্ক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম (৪৫) সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সাটিকাবাড়ী গ্রামের বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিনা আরা এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে শিল্পপার্ক অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন আমিনুল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
সারাবাংলা/টিআর