Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃৎশিল্পকে বাণিজ্যিকভাবে প্রসারের তাগিদ স্পিকারের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ১৯:১৩ | আপডেট: ২৪ জুন ২০২১ ২১:২৮

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মৃৎশিল্পকে বাণিজ্যিকভাবে প্রসারিত করা দরকার, কারণ এই শিল্পের সঙ্গে আমাদের মা-বোনেরা সমন্বিতভাবে কাজ করেন। এক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে নারীরা উপকৃত হবেন।

বৃহস্পতিবার (২৪ জুন) পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া-পালপাড়ায় মৃৎশিল্প সমবায় সদস্যদের বৃত্তিমূলক প্রশিক্ষণ, ২২টি পানি বিশুদ্ধকরণ ট্রিটমেন্ট প্ল্যান্ট, পৌরসভার ল্যান্ডফিলিং প্রকল্পের উদ্বোধন আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় প্রকল্পগুলোর শুভ উদ্বোধন করেন স্পিকার।

বিজ্ঞাপন

পীরগঞ্জের সাধারণ মানুষের চাহিদার উপর ভিত্তি করে বাইশটি পানি বিশুদ্ধকরণ আয়রন প্ল্যান্ট সফলভাবে স্থাপন করা হয়েছে, যা পীরগঞ্জবাসীর সুপেয় পানির সংকট কাটিয়ে তুলবে। পীরগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে ল্যান্ডফিলিং কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নে পরিকল্পিত পীরগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে বলেও জানান শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার বলেন, ‘পীরগঞ্জ পৌরবাসীদের বর্জ্য ব্যব্যস্থাপনা সম্পর্কে সচেতন করে তোলা স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে তা দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি রোগ-জীবাণু ছড়ায়, যা মানুষের জন্য ক্ষতিকর। তাই, সবাই সচেতন হলে এই সমস্যা থেকে পরিত্রাণ সম্ভব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

মৃৎশিল্প স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর