‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই এনআইডির কার্যক্রম চলবে’
২৪ জুন ২০২১ ১৭:৪০ | আপডেট: ২৪ জুন ২০২১ ২২:১০
ঢাকা: জাতীয় পরিচয়পত্রের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে মূল কার্যক্রম আগারগাঁও থেকেই পরিচালিত হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ জুন) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এনআইডির মূল কাজ আগারগাঁও থেকেই হবে তবে তদারকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করবে। এনআইডি নিয়ে অনেকে অনেক বিতর্ক করছে। এটার গুরুত্ব অনেক। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এনআইডি লাগে, শনাক্ত করতেও এনআইডি লাগে।’
তিনি আরও বলেন, ‘এনআইডি হস্তান্তরে সরকারিভাবে মাত্র সিদ্ধান্ত হয়েছে। এ কাজ সময়সাপেক্ষে। এটা করতে সময় লাগবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্যবস্থার মাধ্যমে কাজ করবে।’
উল্লেখ্য, এনআইডি নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে দায়িত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে গত ২০ জুন নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সারাবাংলা/জেআর/এমও