Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ৩ দিনে আক্রান্ত ১১৬, মৃত্যু ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ১৫:১৯ | আপডেট: ২৪ জুন ২০২১ ১৫:২০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত তিনদিনে জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২০ জনের। এদের মধ্যে নার্স-আয়াসহ ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া বলরাম নামের একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায় এ তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরের ৫৬, কাজিপুরের ১৮, রায়গঞ্জের ৭, কামারখন্দের ৭, বেলকুচির ৭, শাহজাদপুরের ৭ এবং উল্লাপাড়ার ১৩ জন। এদের মধ্যে গত ২৩ জুন শাহজাদপুর উপজেলার চালা শাহজাদপুর গ্রামের বলরাম সাহা (৮০) নামের একজন মৃত্যুবরণ করেন।

সিভিল সার্জন জানান, গত তিন দিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২০ জনের। এর মধ্যে ১১৬ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। বাকিদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে বলা হয়েছে। আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক আক্রান্তদের খোঁজ-খবর নিচ্ছেন।

সারাবাংলা/পিটিএম

করোনা আক্রান্ত সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর