Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন শনাক্ত ৮৯, ৩ দিনে ৮ মৃত্যু চুয়াডাঙ্গায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ১৩:৩৯ | আপডেট: ২৫ জুন ২০২১ ০১:৩৪

চুয়াডাঙ্গা: জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ও করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর পরিমাণ বেড়েই চলেছে। গত তিন দিনে এই জেলায় আট জনের মৃত্যু হয়েছে। আর সবশেষ ২৪ ঘণ্টার যে তথ্য পাওয়া গেছে, তাতে ১৮২টি নমুনা পরীক্ষায় ৮৯টি নমুনায়করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, আগের ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন করে ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনার মধ্যে ৮৯টিতে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪৮ দশমিক ৯০ শতাংশ।

বিজ্ঞাপন

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৩৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯ জন, বর্তমানে আক্রান্ত রয়েছেন ৬৯৭ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন ৬৩৩ জন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬১ জন, রেফার করা হয়েছে তিন জনকে। এই জেলায় এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ৯২ জন।

গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এই জেলায় যে আট জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে রয়েছেন— চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার খলিল রহমানের স্ত্রী জাহানারা বেগম (৬০), সদর উপজেলার তিতুদহ গ্রামের মরহুম সুরোত আলী জোয়ার্দ্দারের ছেলে দরবেশ আলী (৬০), জেলার জীবননগর উপজেলার কালা গ্রামের মাঝেরপাড়ার মরহুম ফকির চাঁদ বিশ্বাসের ছেলে আবুল কাশেম বিশ্বাস (৭০) ও একই উপজেলার বেনীপুর গ্রামের ফকরুদ্দীন বিশ্বাসের মেয়ে ফরিদা খাতুন (৪০) এবং বাঁকা গ্রামের হাউস আলীর ছেলে আব্দুস সোবহান (৬০)।

অন্যদিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার মরহুম সিরাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৬৫), একই গ্রামের আব্দুল ওহাবের ছেলে রুহুল আমীন (৭৯) এবং একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের মদন মিয়ার স্ত্রী তাসলিমা বেগমও (৫৫) এই সময়ের মধ্যে মারা গেছেন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুপর পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন দামুড়হুদা উপজেলার দর্শনা চন্ডিপুর গ্রামের মুকতার আলীর ছেলে আরশাদ (৫৫), একই উপজেলার গোপালপুর গ্রামের বাদল মোল্লার স্ত্রী মোনোয়ারা খাতুন (৬৫) ও মদনা গ্রামের ফকিরের ছেলে ইসমাইল (৭০)।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস চুয়াডাঙ্গা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর