পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলীর সন্ধানে সেনাবাহিনী
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ১৩:০৫ | আপডেট: ২৪ জুন ২০২১ ১৩:০৭
২৪ জুন ২০২১ ১৩:০৫ | আপডেট: ২৪ জুন ২০২১ ১৩:০৭
মুন্সীগঞ্জ: লৌহজং উপজেলার পদ্মা নদীতে ইলেকট্রিক টাউয়ারে কাজ করার সময় জো জিয়ান চেং (২৫) নামে এক চীনা প্রকৌশলী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (২২ জুন) রাতে লৌহজং উপজেলায় শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট বরাবর পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায় নাই।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, পদ্মাসেতু প্রকল্পের ১৩ নম্বর পিলারে পাশে বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ চলছিল। সেখানে ঝাও দায়িত্বরত ছিলেন। কাজ করার পর থেকে রাত সাড়ে আটটায় তাকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন।
আরও পড়ুন: পদ্মাসেতুতে দায়িত্বরত চীনা প্রকৌশলী নিখোঁজ
সারাবাংলা/এএম