Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে করোনা ও উপসর্গ আরও ১০ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ১২:৫১

যশোর: যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন।

এদিকে উচ্চঝুঁকির কারণে যশোরে ‘লকডাউন’ চলছে। লকডাউন সফল করতে যশোর পৌর এলাকায় আটটি টিমে নির্বাহী ম্যাজেস্ট্রেট কাজ করছে। সেই সঙ্গে জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ প্রশাসনের।

স্বাস্থ্যবিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ শতাংশ। এদের মধ্যে ছয়জন করোনা রোগী এবং অপর চারজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪২ জন।

যশোর সদর হসপিটালের আরএমও আরিফ আহমেদ বলেন, করোনায় যারা মারা গেছেন তারা অধিকাংশ উপজেলা থেকে আসছে। হসপিটালে শয্যা সংখ্যার চেয়ে রোগী বেশি হওয়ায় চাপের মধ্যে রয়েছেন চিকিৎসকরা।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে ৭ দিনের জন্য কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

সারাবাংলা/এএম

করোনা যশোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর