Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে করোনায় একজনের মৃত্যু, শনাক্তের হার ৩১.২৭ শতাংশ

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ১২:৪৬

জয়পুরহাট: জেলায় দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তারপরও সাধারণ মানুষের মধ্যে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা নেই। জেলায় গত ২৪ ঘন্টায় ৮১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ৩১ দশমিক ২৭ শতাংশ।

আর এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এক মাসে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৮ জনে এবং নতুন এক জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী।

তিনি জানান করোনায় আক্রান্ত হয়ে ১১১৬ জন রোগী জয়পুরহাটের বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ৩১ দশমিক ২৭ শতাংশ।

জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতকরণ এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলায় হাসপাতাল-ক্লিনিক যা আছে তাতে পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই আমার অনুরোধ সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে ইতোমধ্যেই জেলার পাঁচটি পৌরসভা এলাকায় বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত খাবার ও ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সারাবাংলা/এসএসএ

করোনা জয়পুরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর