Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত ১৮৮ জন, মৃত্যু ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ১২:৩৯

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৮৮ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭২০ জন এবং মৃতের সংখ্যা ৬৩ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ৬০০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার ৮০ বছর বয়সী এক পুরুষ, পীরগঞ্জের ৭০ বছর বয়সী এক নারী এবং রাণীশংকৈল উপজেলায় ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল বলেন, সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৫০ শয্যার বেড আছে। রোগীর চাপে নিজস্ব উদ্যোগে ৭৫ বেডে উন্নীত করা হয়েছে। ক্লিনিক্যালি এবং ধরন অনুযায়ী এই রোগীগুলো ভারত ভেরিয়েন্ট হওয়ার সম্ভাবনাই বেশি।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর