Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার নেতৃত্বের চার দশক নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশিত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ০৯:০৭ | আপডেট: ২৪ জুন ২০২১ ০৯:১০

ঢাকা: আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শেখ হাসিনার নেতৃত্বের চার দশক: সংগ্রামী নেতা থেকে কালজয়ী রাষ্ট্রনায়ক’ শীর্ষক তথ্যচিত্র স্মারকগ্রন্থ প্রকাশিত হয়েছে।

বুধবার (২৩ জুন) বিকেলে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গণভবন প্রান্ত থেকে এই স্মারক গ্রন্থটির মোড়ক উম্মোচন করেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে এই স্মারকগ্রন্থ প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

এসময় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় কমিটির নেতারা।

স্মারকগ্রন্থটি শেখ হাসিনার নেতৃত্বের চার দশকের উপর নির্মিত। এতে তার সংগ্রামী জীবনের ইতিহাস এবং একজন সংগ্রামী নেতা থেকে তিনি কিভাবে একজন রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন, তার ইতিহাস রয়েছে।

স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। প্রিন্টিংসহ কারিগরি সহযোগিতা করেছেন জয়ীতা প্রকাশনী ও ইয়াসিন কবির জয়।

সারাবাংলা/এনআর/এসএসএ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর