Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার করোনা পরিস্থিতি নাজুক হয়ে যেতে পারে: স্বাস্থ্য অধিদফতর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ২৩:২৭

ঢাকা: রাজধানীতে যদি আশেপাশের এলাকা থেকে মানুষের প্রবেশ বন্ধ না করা যায় তবে ঢাকার নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি নাজুক হয়ে যেতে পারে বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২৩ জুন) দেশের কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে এ কথা বলেন প্রতিষ্ঠানটির অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘ঢাকার চারপাশের যেসব এলাকা থেকে ঢাকামুখী রোগী আসার সম্ভাবনা ছিল, সেসব স্থানগুলোকে যদি বন্ধ করা যায়, তাহলে ঢাকার ভেতরে লকডাউন দেওয়া জরুরি হবে না। কিন্তু যদি আমরা সে পরিস্থিতি ‘কন্ট্রোল’ করতে না পারি, অর্থাৎ ঢাকার চারপাশের এলাকা থেকে যদি মানুষকে ঠেকিয়ে রাখতে না পারি, তাহলে ঢাকার পরিস্থিতি নাজুক হয়ে যেতে পারে।’

তিনি বলেন, ‘সেক্ষেত্রে হয়তো লকডাউনের প্রয়োজন আছে বলে মনে হতে পারে। কিন্তু বর্তমান সময়ে এজন্য খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশেপাশের জেলাতে যদি লকডাউন ঠিকভাবে পালিত হয়, তাহলে ঢাকামুখী মানুষের যাত্রা কমে যাবে। আর সেটা হলে লকডাউনের প্রয়োজন হবে বলে মনে করছি না।’

তিনি আরও বলেন, ‘দেশে এখন করোনাভাইরাসের দ্বিতীয় কিংবা তৃতীয় ঢেউয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে কিনা। আমরা হয়ত দ্বিতীয় ঢেউ শেষ করতে পারিনি এখনও। কিন্তু খেয়াল করতে হবে, সংক্রমণের হার যদি পাঁচ শতাংশ বা এর নিচে রেখে দিতে পারি, তাহলে পরিস্থিতি সবসময়ই স্ট্যাবল বা স্থিতিশীল থাকবে। আর পাঁচ শতাংশের নিচে যদি কমপক্ষে তিন সপ্তাহ বা তারও কম সময় ধরে রাখা যায়, তাহলে করোনার সংক্রমণ থেকে দেশ মুক্তি পেতে পারে।’

বিজ্ঞাপন

কিন্তু আমরা সেটা পারিনি। সে জন্য দ্বিতীয় বা তৃতীয় ঢেউ নয়— সংক্রমণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এটিই বড় শঙ্কার খবর- যোগ করেন অধ্যাপক রোবেদ আমিন।

সারাবাংলা/এসবি/একে

কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস. করোনা রোবেদ আমিন স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর