চট্টগ্রামে ছুরিকাঘাতে খুন, আটক ২
২৩ জুন ২০২১ ২২:১৫ | আপডেট: ২৩ জুন ২০২১ ২২:৪৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। তাকে ছুরিকাঘাতের অভিযোগে স্থানীয়রা ওই ব্যক্তির বড় ভাইয়ের স্ত্রীকে আটক করে রেখেছে।
বুধবার (২৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
মৃত মো. ইউনুসের বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়িও কুমিরাঘোনা এলাকায়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ।
ওসি জাকের সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ আছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক কলহের জের ধরে ইউনুসের বড় ভাইয়ের স্ত্রী তাকে ছুরিকাঘাত করে খুন করেছেন। এটার সত্যতা আমরা খতিয়ে দেখছি।’
ছুরিকাঘাতে আহত অবস্থায় ইউনুসকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন বলে ওসি জানান।
এছাড়া হত্যাকাণ্ডের পর এলাকার লোকজন ইউনুসের বড় ভাই মো. ইউসুফের স্ত্রী নাছিমা বেগমসহ দু’জনকে আটক করে রেখেছে বলেও জানিয়েছেন ওসি জাকের হোসাইন মাহমুদ।
সারাবাংলা/আরডি/টিআর