Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পে পরামর্শক ব্যয় ১৬৯ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ২১:১৩

ঢাকা: সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের পরামর্শক নিয়োগ ও ভারত থেকে চাল আমদানিসহ ১৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ১৬টি প্রস্তাবের মধ্যে ৯টি প্রস্তাবই দর সংশোধনীর (ভেরিয়েশন)। দর সংশোধনীর মধ্যে ৭টি প্রস্তাবে ব্যয় বেড়েছে প্রায় ৭৯ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা এবং দুটি প্রস্তাবে ব্যয় কমেছে ১১ কোটি ২২ লাখ ৭৫ হাজার টাকা।

মূল ৭টি ক্রয় প্রস্তাবে মোট ব্যয় হবে ৫২৫ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা। সব মিলিয়ে ১৬টি প্রস্তাবে মোট ব্যয় দাঁড়াচ্ছে ৬০৪ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পে ব্যয় হবে ১৬৯ কোটি ৩৫ লাখ ৫১ হাজার টাকা।

বিজ্ঞাপন

বুধবার (২৩ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন এক ভার্চুয়াল ব্রিফিং-এ সাংবাদিকদের জানান, বৈঠকে ঢাকা ওয়াসা কর্তৃক ‘সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)’-এর ১ ও ৩ নং কম্পোনেন্ট বাস্তবায়নে ‘প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।

যৌথভাবে চারটি প্রতিষ্ঠান পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ‘মট ম্যাকডোনাল্ড লিমিটেড, ডেনমার্কের প্রতিষ্ঠান ‘ইউরো কনসাল্ট মট ম্যাকডোনাল্ড আর্টেলিয়া সুইকো, এক্যুয়া কনসালটেন্ট অ্যান্ড এসোসিয়েটস লিমিটেড ও এসোসিয়েটস ফর ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেড। এতে ব্যয় হবে প্রায় ১৬৯ কোটি ৩৫ লাখ ৫১ হাজার টাকা।

সারাবাংলা/জিএস/একে

পানি শোধনাগার প্রকল্প সায়েদাবাদ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর