Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইক্রোসফটের মূল্য ২ লাখ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২১ ১৮:১৬ | আপডেট: ২৩ জুন ২০২১ ২০:২৩

২ লাখ কোটি ডলারের এলিট ক্লাবে যুক্ত হলো আমেরিকান জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। মঙ্গলবার কোম্পানিটির বাজারমূল্য বেড়ে ২ লাখ কোটি ডলার স্পর্শ করেছে। এদিন শেয়ারবাজারে মাইক্রোসফটের দর ১.১ শতাংশ বৃদ্ধি পায়।

যুক্তরাষ্ট্রে মাইক্রোসফট দ্বিতীয় কোনো কোম্পানি যারা ২ লাখ কোটি ডলার ক্লাবে ঢুকল। এর আগে আরেক মার্কিন জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের মূল্য ২ লাখ কোটি ডলার ছাড়িয়েছিল।

বিজ্ঞাপন

২ লাখ কোটি ডলার ক্লাবে সবার আগে পদার্পণ করে সৌদির রাষ্ট্রয়াত্ত তেল শোধনাগার কোম্পানি আরামকো। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২ লাখ কোটি ডলার স্পর্শ করেছিল। তবে বর্তমানে বাজারে আরামকোর মূল্য ১ লাখ ৮৮ হাজার কোটি ডলার।

মঙ্গলবার শেয়ারবাজারে মাইক্রোসফটের ১.১ শতাংশ উল্লম্ফন ঘটে প্রতিটি শেয়ারের মূল্য দাঁড়ায় ২৬৫.৫১ ডলারে। চলতি বছরে প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে মঙ্গলবার মাইক্রোসফটের বাজারমূল্য ২ লাখ কোটি ডলার প্রথমবারের মতো স্পর্শ করে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি কোম্পানির দর দ্রুত গতিতে বাড়ছে। মাইক্রোসফট এক লাখ কোটি ডলার ক্লাবে মাত্র দুই বছর আগে ঢুকেছিল। দুই বছর না পেরোতেই আরও এক লাখ কোটি ডলার বেড়ে গেছে প্রতিষ্ঠানটির বাজারমূল্য।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মাইক্রোসফটের শেয়ারমূল্য ৬৪ শতাংশ বেড়েছে। মূলত করোনাভাইরাস মহামারির পুরো সময়জুড়েই বিশাল উল্লম্ফন উপভোগ করছে প্রতিষ্ঠানটি।

সারাবাংলা/আইই

মাইক্রোসফট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর