Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ১৮:০১

প্রতীকী ছবি

বরিশাল: নগরীর আমতলা মোড় এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুন) বিকেল সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারভর্তি একটি ট্রাক ও মোটরসাইকেল রূপাতলী থেকে নথুল্লাবাদের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথিমধ্যে আমতলা মোড়ে ট্রাকটি মোড় ঘোরার সময় মোটরসাইকেলে ধাক্কা লাগে। মোটরসাইকেলের দুই আরোহী একপর্যায়ে ট্রাকের নিচে পড়ে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

মৃত দুই যুবকের মধ্যে বিদ্যুৎ নামের এক যুবকের নাম পুলিশ মোবাইলফোন থেকে নিশ্চিত হয়েছে। অপর যুবকের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে মরদেহ উদ্ধারকারী কোতয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কুদ্দুস জানিয়েছেন।

তিনি আরও জানান, পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে। মরদেহ দুইটি উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একেএম

ট্রাক চাপায় মৃত্যু

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর