Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আগা খান মিন্টু

গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ১৬:৫৫ | আপডেট: ২৩ জুন ২০২১ ১৭:০৪

ঢাকা: ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু। এই আসনে মনোনয়নপত্র দাখিলের পর বৈধ ঘোষিত চার প্রার্থীর মধ্যে বাকি তিন জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় আওয়ামী লীগের এই প্রার্থীকে কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে না।

বুধবার (২৩ জুন) নির্বাচন কমিশন (ইসি) সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে। ইসি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে এ তথ্য ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

ঢাকা-১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহজালাল সারাবাংলাকে বলেন, ঢাকা-১৪ আসনে বৈধ চার প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ—  এই তিন জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই আসনের উপনির্বাচনে আগা খান মিন্টুর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। তিনি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহজালাল আরও বলেন, তফসিল অনুযায়ী এই আসনের বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামীকাল (বৃহস্পতিবার)। কিন্তু এর আগেই চার প্রার্থীর তিন জনই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আরও একজনের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করেছে। এখন আগা খান মিন্টু আগামীকালের মধ্যে নিজে প্রার্থিতা প্রত্যাহার না করলে তিনিই বিজয়ী হবেন। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হলে বিষয়টি কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ সংসদীয় শূন্য আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারণ করা আছে।এই নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো প্রার্থী দেয়নি। ইসি’র তথ্য বলছে, পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিচ্ছেন। দলগুলো হলো— ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ, প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ কংগ্রেস ও বিএনএফ। ঢাকা-১৪ আসনে ভোট না হলে বাকি দুই আসনে কেবল ভোট নেওয়া হবে।

বিজ্ঞাপন

গত ২ জুন এই তিন সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল। পরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ২ সপ্তাহ পিছিয়ে ২৮ জুলাই তারিখ নির্ধারণ করেছে ইসি। তিনটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ১৫ জুন। এরপর মনোয়নপত্র বাছাই হয় ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ২৩ ও ২৪ জুন, প্রতীক বরাদ্দ হবে ২৫ জুন এবং ভোটগহণ হবে আগামী ২৮ জুলাই।

তিন সংসদীয় আসনই সংসদ সদস্যের মৃত্যুজনিত কারণে শূন্য হয়ে যায়। এর মধ্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ৪ এপ্রিল। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৪ এপ্রিল। তারা তিন জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

সারাবাংলা/জিএস/টিআর

আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু ঢাকা-১৪ উপনির্বাচন নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর