Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্র্যাক ব্যাংকের কার্ডে ১০ ই-কমার্স সাইটে পণ্য ক্রয়ে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ১৫:১৯ | আপডেট: ২৩ জুন ২০২১ ১৫:২৮

ঢাকা: ১০টি ই-কমার্স সাইট থেকে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কেনাকাটা সংক্রান্ত চুক্তি বাতিল করেছে ব্র্যাক ব্যাংক। বুধবার (২৩ জুন) নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন ব্র্যাক ব্যাংকের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা ইকরামুল কবীর।

ইকরামুল কবীর জানান, গ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ সাইটে লেনদেন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত গতকাল মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানগুলো হলো- ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, সিরাজগঞ্জ শপিং, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

তিনি বলেন, এটি একটি কৌশলগত সিদ্ধান্ত। কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের অংশীদারিত্ব থাকবে, তা নির্ণয় করে আমাদের ব্যবস্থাপনা পরিষদ। তারা এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে এসব অনলাইন মার্কেট প্লেস-এর বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করেছে ব্র্যাক ব্যাংক।

সারাবাংলা/জিএস/এএম

১০ ই-কমার্স সাইট টপ নিউজ ব্র্যাক-ব্যাংক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর