Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ১৪:০৯

চাঁদপুর: চাঁদপুরে মজিবুর রহমান খান (৬৫) নামে এক মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২২ জুন) রাতে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মহজমপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত মজিবুর রহমান মহজমপুর গ্রামের মৃত ওয়ালী উল্লাহ খানের ছেলে। চার ছেলের জনক মজিবুর রহমান পেশায় মুদি দোকানি ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, মজিবুর রহমান মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে বিলে মাছ ধরতে চাঁই পাততে যান। বাড়ি ফিরে না আসায় রাতে তাকে খুঁজতে বিলে তার গলা কাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এএম

চাঁদপুর হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর