Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তাগাছায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ১২:৩৫ | আপডেট: ২৩ জুন ২০২১ ১৬:৩৫

ময়মনসিংহ: মুক্তাগাছা উপজেলার হরিনাতলা এলাকায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২২ জুন) রাতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সেলিম মিয়া, আবুল কাশেমের ছেলে সবুজ মিয়া ও লাল মিয়ার ছেলে অন্তর মিয়া।

মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, রাতে একটি মোটরসাইকেলে তিনজন উপজেলার রসুলপুর থেকে চারিপাড়া গ্রামে আসার পথে হরিনাতলা নামক স্থানে একটি ট্রাক পেছন দিক থেকে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তারাও মারা যান।

সারাবাংলা/এএম

টপ নিউজ ময়মনসিংহ মুক্তাগাছা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর