বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ০৯:৫৩ | আপডেট: ২৩ জুন ২০২১ ১৩:৩২
২৩ জুন ২০২১ ০৯:৫৩ | আপডেট: ২৩ জুন ২০২১ ১৩:৩২
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ জুন) সকাল সাতটার পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল নয়টার দিকে দলের নেতাকর্মীরা সেখানে যান। একে একে তারাও শ্রদ্ধা জানান।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সীমিত পরিসরে দলটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে আওয়ামী লীগ। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/এএম