Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় কারখানায় বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২১ ০৯:০৭

নারায়ণগঞ্জ: ফতুল্লায় একটি ড্রাইং কারখানায় বয়লার বিস্ফোরণে শরীফ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে ফতুল্লা মডেল থানার বিপরীত পাশে আজাদ ড্রাইংয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি চট্টগ্রাম জেলার নন্দীগ্রামের বদরুজ মেহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ড্রাইংয়ের ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হয়। এ সময় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে কারখানার মালিকপক্ষ বলে আগুন নিজেরাই নিভিয়ে ফেলেছে। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে যায়। এ সময় অন্য শ্রমিকরা অভিযোগ করেন কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত হয়েছে, সেটি গুমের চেষ্টা করছে মালিকপক্ষ। পরে পুলিশ কারখানার ভেতরে তল্লাশি করে সেখান থেকে সাদা পাউডার ও কাপড় দিয়ে পেঁচানো লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর মালিকপক্ষের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এএম

নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর