Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘না জেনে বের হওয়ায় যানজট, বুধবার থেকে ভোগান্তি কমবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২১ ২০:৩৭ | আপডেট: ২২ জুন ২০২১ ২৩:১৫

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমন রোধে ঢাকা বিভাগের সাত জেলায় লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিন মঙ্গলবার (২২ জুন) ঢাকার তিন দিক মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, দাউদকান্দি সেতু এবং এলেঙ্গা সড়কে দিনভর ভয়াবহ যানজট লেগে যায়। সেই যানজট নিরসনে দ্রুত নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী সারাবাংলাকে বলেন, করোনা সংক্রমন রোধে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়নগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ থেকে ঢাকাকে কয়েকদিন বিচ্ছিন্ন রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ঢাকাতেও সংক্রমনটা বেড়ে না যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, অনেকে বিষয়টি জানেন না বলে বেরিয়েছেন, তাই যানজটের সৃষ্টি হয়েছে। যেখানে যানজট সৃষ্টি হয়ে আছে তা নিরসনের নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষকে জানানো হচ্ছে। আগামীকাল (বুধবার) থেকে মানুষ জেনে যাবে। তখন আর ভোগান্তি হবেনা।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে আট কিলোমিটার রাস্তা জুড়ে যানজট রয়েছে। এলেঙ্গা, মানিকগঞ্জেও যানজট বেঁধে যায়। এতে করে পণ্যবাহী, চিকিৎসাসহ বিভিন্ন সেবামূলক কাজের গাড়ি রাত পর্যন্ত আটকে থাকে। তার ওপরে দিনভর বৃষ্টি থাকায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

এ ব্যাপারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রথমদিনে একটু সমস্যা হয়েছে। কাল থেকে মানুষ সকল নির্দেশনা জেনে যাবে তখন আর ভোগান্তি হবে না। তিনি বলেন, আপাতত ৩০ জুন পর্যন্ত এভাবে চলবে। মানুষের ভোগান্তি দূর করতে প্রশাসনকে বলা হয়েছে। লকডাউন এলাকায় গাড়ি চলবে না, দোকানপাট বন্ধ থাকবে। তবে শিল্প কারখানা চলবে।

বিজ্ঞাপন

ওই সকল এলাকা থেকে যারা ঢাকায় অফিস করছেন তাদের কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদেরকে নিজের মতো করে অফিস করতে হবে অথবা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের যাতায়াতের ব্যবস্থা করবে।

প্রসঙ্গত, কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিভাগের সাত জেলা মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জের সকল কার্যক্রম এবং জনসাধারণের চলাচল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সারাবাংলা/জেআর/একেএম

করোনাভাইরাস জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টপ নিউজ লকডাউন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর