Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীকে ধর্ষণ: ইউপি সদস্যসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২১ ২০:১৫ | আপডেট: ২২ জুন ২০২১ ২০:১৮

জয়পুরহাট: জেলায় পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের দফতরি কাম নৈশপ্রহরী মেহেদী হাসান(২৫) এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম মামুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুন) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার রাশেদুল ইসলাম মামুন বালিঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য এবং বীরনগর গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে। আর অভিযুক্ত মেহেদী হাসান স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী এবং একই গ্রামের লাল মিয়ার ছেলে।

মামলার সূত্রে জানা যায়, ১৬ জুন সন্ধ্যায় বীরনগর গ্রামে স্কুলের দফতরি কাম নৈশপ্রহরী মেহেদী হাসানের বাড়িতে পরীক্ষার প্রশ্নপত্র নিতে যায় ওই ছাত্রী। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে পাশের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মেহেদী। পরে বাড়ি ফিরে বিষয়টি মা-বাবাকে জানায় ওই ছাত্রী।

এ ব্যাপারে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, ধর্ষণের বিষয়টি ইউপি সদস্যসহ কয়েকজন টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। পরে স্কুলছাত্রীর পরিবার থানায় ধর্ষণ মামলা করলে দুইজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/একেএম

ইউপি সদস্য গ্রেফতার স্কুলছাত্রীকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর