Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ৭৬ মৃত্যু, ৬৯ দিন পর সর্বোচ্চ ৪৮৪৬ শনাক্ত

সারাবাংলা ডেস্ক
২২ জুন ২০২১ ১৭:৪৯ | আপডেট: ২২ জুন ২০২১ ১৮:০৮

ঢাকা: দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে শনাক্তের পরিমাণ। করোনা আক্রান্ত হয়ে আগের দিন ৭৮ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৬ জনের।

অন্যদিকে আগের দিনের তুলনায় এদিন শনাক্তের পরিমাণ বেড়েছে। গতদিন ২৪ ঘণ্টায় ৪ হাজার ৬৩৬ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এর পরিমাণ ৪ হাজার ৮৪৬। এটি ৬৯ দিন পর সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ১৪ এপ্রিল ৫ হাজার ১৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

শনাক্তের পাশাপাশি বেড়েছে সংক্রমণের হারও। ৬৫ দিনের পর আজকের সংক্রমণের হার সর্বোচ্চ ১৯ দশমিক ৩৬ শতাংশ। এর আগে ১৭ এপ্রিল সংক্রমণের হার ছিল ২১ দশমিক ৪৫ শতাংশ। আর আগেরদিন সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ২৭ শতাংশ।

মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের এই তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫২৮টি ল্যাবে ২৫ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮টি। এ নিয়ে দেশে মোট ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা হলো।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার মধ্যে ৪ হাজার ৮৪৬টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ৮ লাখ ৬১ হাজার ১৫০টি নমুনায় করোনা সংক্রমণ শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ১৯ দশমিক ৩৬ শতাংশ। আর এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৯০৩ জন। এ নিয়ে দেশে ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন। মোট সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯১ দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৭৬ জন মারা গেছেন তা নিয়ে দেশে করোনার সংক্রমণে মৃত্যু হলো ১৩ হাজার ৭০২ জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃতদের মধ্যে ৭২ জন হাসপাতালে মারা গেছেন। বাকি চার জন মারা গেছেন বাসায়। এদের মধ্যে ৪২ জন পুরুষ, ৩৪ জন নারী। মৃত ৭৬ জনের মধ্যে ৩৭ জনের বয়স ৬০-এর বেশি। বাকিদের মধ্যে ২৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, সাত জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, আট জনের বয়স ৩১ থেকে ৪০ বছর। এছাড়া ২১ থেকে ৩০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৭ জন মারা গেছেন খুলনা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জন করে ঢাকা এবং রাজশাহী বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১০ জন, বরিশালে দুই জন, সিলেটে দুইজন, রংপুরে ছয় জন এবং সিলেটে তিন জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

সারাবাংলা/এসএসএ

করোনা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর