Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বাস পানিতে ডুবে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২১ ১৬:৪০

সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস পানিতে ডুবে এক যাত্রী নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস মোড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই দেবাশীষ সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যাত্রীর পরিচয় জানা যায় নি। তবে তার বয়স আনুমানিক ২০ বছর হবে।

এসআই জানান, সিলেট থেকে গেইটলক বিরতিহীন যাত্রীবাহী বাস মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সুনামগঞ্জের উদ্দেশ্যে আসছিল। পথে দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস মোড়ে একটি প্রাইভেটকারকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লেগে বাসটি সড়কের পূর্ব পাশের খালের পানিতে পরে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসের যাত্রীদের উদ্ধার করে। এসময় পাঁচ জন যাত্রী আহত হয়। পুলিশ এক যাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তবে নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে।

সারাবাংলা/এসএসএ

সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর