Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ইজিবাইক ও অটোরিকশা বন্ধে কঠোর হওয়ার আহ্বান কাদেরের

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জুন ২০২১ ১৫:৩০ | আপডেট: ২২ জুন ২০২১ ১৬:৪১

ওবায়দুল কাদের। ফাইল ছবি

ঢাকা: ঢাকা মহানগরীতে ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও দুই সিটি করপোরেশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২২ জুন) সকালে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বিজ্ঞাপন

সমন্বয়হীনভাবে ঢাকা সিটি করপোরেশন এলাকায় সড়ক খনন করা যাবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, উন্নয়ন-অর্জনে শেখ হাসিনার বাংলাদেশ সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু ঢাকা শহর কেন পিছিয়ে থাকবে?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকার কর্তৃত্ববাদী নয়। কারো ওপর হিংস্র আচরণও করেনি। বরং প্রধানমন্ত্রী বিরোধীদলের নানান উসকানির মুখে অত্যন্ত সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার গঠনের আর কোনো বিকল্প পথ নেই। এটাই সংবিধান সম্মত পথ। জনগণ চাইলেই নির্বাচিত হবেন এবং সরকার গঠন করবেন।

সারাবাংলা/এনআর/এএম

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর