৪ জেলায় ট্রেন চলাচল বন্ধ
২২ জুন ২০২১ ১৪:৫৯
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে ‘লকডাউনের’ আওতায় থাকা সাত জেলার মধ্যে চার জেলায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও খুলনাগামী সকল যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচেনায় করোনাভাইরাস জনিত রোগের (কোভিড ১৯) সংক্রমণের বিস্তার রোধকল্পে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচলকারী গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী ,গোপালগঞ্জ জেলাসমূহে লকডাউন ঘোষণা করায় মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে। গাজীপুরের মধ্যে অবস্থিত সকল স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত বাতিল থাকবে, আন্তঃনগর ট্রেনসমূহ থামবে না। গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া খুলনাগামী সকল যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।
এ সিদ্ধান্ত সমূহ আগামী ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত অথবা সংশ্লিষ্ট জেলায় লকডাউন থাকা পর্যন্ত কার্যকর থাকবে।
উল্লেখ্য, সোমবার (২১ জুন) ঢাকা বিভাগের সাত জেলা মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলার সকল কার্যাবলী ও জনসাধারণের চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সারাবাংলা/জেআর/এএম