ঢাকা-নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২১ ১১:৩৪
২২ জুন ২০২১ ১১:৩৪
চাঁদপুর: ঢাকা-নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকালে চাঁদপুর লঞ্চঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।
করোনা সংক্রমণ রোধে ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউনের কারণে বিআইডাব্লিটিএ’ সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ বন্ধ ঘোষণা করে।
চাঁদপুর বিআইডাব্লিটিএ’র বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম জানায়, লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে চাঁদপুর থেকে হাটুরিয়া, ডামুড্ডা ও নড়িয়াতে লঞ্চ চলাচল করবে। চাঁদপুর থেকে এ রুটে দুটি লঞ্চ চলাচল করবে। বন্ধ থাকবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সাথে চাঁদপুর হয়ে ঢাকা চলাচলকারী লঞ্চগুলো।
সারাবাংলা/এএম