Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২১ ০৯:০৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

উদ্ধারকারী পথচারী সুমন বলেন, ‘গত রাতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন ওই ব্যক্তি। পরে তাকে আমরা কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসি। এলাকার কেউ তাকে চিনতে পারে নাই, পরিচয় জানাতে পারে নাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। বিষয়টি রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

কারওয়ানবাজার ট্রেনের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর