Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুয়ার আসর থেকে যুবলীগ নেতা-সাংবাদিকসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২১ ০১:২০

বাম থেকে সাংবাদিক গোলাম মোস্তফা ও যুবলীগ নেতা ফরহাদ আলী বিদ্যুৎ

সিরাজগঞ্জ: জেলার তাড়াশে জুয়ার আসর থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২১ জুন) দুপুরে র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন— তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, আমবাড়িয়া দাখিল মাদরাসার শিক্ষক একলাস হোসেন পিন্টু, নাসির হোসেন, আব্দুল বারেক, বেলাল হোসেন, মোস্তফা (২) ও বাহাদুর আলী।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার ভোররাতে পৌর বাজার এলাকায় তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুতের নিজস্ব অফিস থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের তাড়াশ থানায় প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এনএস

জুয়ার আসর যুবলীগ নেতা-সাংবাদিক আটক