গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় এসএসসি ২০১৬ ব্যাচ বাদ দেওয়া নিয়ে রুল
২১ জুন ২০২১ ২০:৩৫ | আপডেট: ২১ জুন ২০২১ ২১:২০
ঢাকা: দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বাদ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটে শিক্ষা সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ ২৪ জনকে বিবাদী করা হয়েছে।
সোমবার (২১ জুন) ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচাপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতের রিটের পক্ষে ছিলেন আইনজীবী অনীক আর হক ও সাইফুল ইসলাম সোহেল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আইনজীবী সাইফুল ইসলাম সোহেল বলেন, দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য দু’টি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথমে ৩ মার্চ একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের এসএসসি/সমমান এবং ২০১৯ ও ২০২০ সালের এইচএসসি/সমমান ডিপ্লোমা-ইন কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, এ-লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন করতে পারবে।
পরে ৩১ মার্চ আরেকটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে প্রথম বিজ্ঞপ্তির ২০১৬ সালের পরিবর্তে ২০১৭ সাল উল্লেখ করা হয়। ৩১ মার্চের ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে এসএসসি উত্তীর্ণ আবির হাসানসহ ১২ জন শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।
চলতি বছর (২০২০-২১ শিক্ষাবর্ষ) সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। তবে করোনাভাইরাসের কারণে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত ১১ জুন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা ভার্চুয়াল সভা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেন। চলতি মাসের ১৯ তারিখ থেকে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তিন দিনে তিনটি বিভাগের এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ত্রিশাল, ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর)।
সারাবাংলা/কেআইএফ/টিআর
এসএসসি ২০১৬ গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা