Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগে তৃণমূলের ‘পুনরুজ্জীবন’, পরে নগর আ.লীগের সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুন ২০২১ ১৯:৫৪ | আপডেট: ২১ জুন ২০২১ ২৩:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে নগরীতে ওয়ার্ড-ইউনিট পর্যায়ে তৃণমূলের কমিটিগুলোর সাংগঠনিক নিষ্ক্রিয়তা এবং নগর কমিটির সঙ্গে সমন্বয়হীনতার চিত্র উঠে এসেছে। পাঁচ মাস আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বেশিসংখ্যক ভোটারকে কেন্দ্রে নিতে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য এসেছে। কেন্দ্রীয় নেতারা তৃণমূলের কমিটিগুলোকে সম্মেলনের মাধ্যমে পুনরুজ্জীবন দেওয়ার নির্দেশনা দিয়েছেন, যাতে একমত পোষণ করেছেন নগর কমিটির নেতারা।

বিজ্ঞাপন

বৈঠকে কেন্দ্রীয় নেতারা আরও বলেছেন, নভেম্বরের মধ্যে ওয়ার্ড-ইউনিট ও থানা পর্যায়ের সম্মেলন শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি নিয়ে নগর আওয়ামী লীগের সম্মেলন করা হবে।

টানা তিনদিনের ধারাবাহিকতায় সোমবার (২১ জুন) সকাল থেকে নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বসেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

প্রথমে সকাল সাড়ে ৯টা থেকে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক হয়। সকাল সাড়ে ১১টা থেকে সম্পাদকমণ্ডলীর সদস্যরা বৈঠকে অংশ নেন। এরপর বিকেল সোয়া তিনটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত সহ-সভাপতিরা বৈঠকে অংশ নেন। প্রতিটি বৈঠকে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনও ছিলেন।

বৈঠকের একপর্যায়ে মাহবুবুল আলম হানিফ আলোচনা ও সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় অবহিত করেন। তিনি জানান, চট্টগ্রাম মহানগরীতে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে সাজানোর সিদ্ধান্ত হয়েছে। জুনের শেষ পর্যায়ে ও জুলাইয়ে করোনার প্রকোপ মাথাই রেখেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হবে। শোকের মাস আগস্টে সাংগঠনিকভাবে শোক কর্মসূচি পালন করা হবে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের ইউনিট পর্যায়ে সম্মেলন করে ওয়ার্ড সম্মেলনও শেষ করতে হেবে। নভেরে শেষ করতে হবে থানা পর্যায়েরর সম্মেলন।

‘ওয়ার্ড ও থানা সম্মেলন শেষ করার পরে মহানগর সম্মেলনের সকল প্রস্তুতি শেষ হলে, আমাদের দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একটা শিডিউল নিয়ে আমরা চট্টগ্রাম মহানগরে সম্মেলন করব। সম্মেলন করার সময় আমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। আমাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, শারীরিক সক্ষমতা কম, চলাচলের অসুবিধা হয় এরকম শ্রদ্ধেয় নেতানেত্রী তাদের হয়ত আমরা আরেকটু উপরের দিকে নিয়ে যেতে পারি। আমাদের যারা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ইত্যাদি সহযোগী সংগঠন করে যাদের বয়স ইতিমধ্যে ৪০-৫০ পার হয়ে গেছে তাদের আমাদের দলের মধ্যে নতুন নেতৃত্বে আনতে পারি। দরকার নবীন ও প্রবীণের সমন্বয়ে সংগঠনকে আরও শক্তিশালী করা’- বলেন মাহবুবুল আলম হানিফ।

বিজ্ঞাপন

এদিকে রুদ্ধদ্বার সভায় আলোচনায় অংশ নেওয়া নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সারাবাংলার কথা হয়েছে। তারা জানিয়েছেন, প্রতিটি বৈঠকের শুরুতেই মাহবুবুল আলম হানিফ এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন সংগঠনকে গতিশীল করার ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন। নগর আওয়ামী লীগের মূল কমিটির কার্যক্রমের প্রশংসাও করেছেন। তবে তৃণমূলে যাতে সংগঠন আরও গতিশীল হয়, তার দিকে নজর দিতে বলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নগর আওয়ামী লীগের এক সহ-সভাপতি ও একজন সদস্য সারাবাংলাকে বলেন, ‘কেন্দ্রীয় নেতারা বলেছেন- গত সিটি করপোরেশন নির্বাচনে নগর আওয়ামী লীগের যে ভূমিকা সেটা অবশ্যই প্রশংসনীয়। তবে ভোটকেন্দ্রে বেশিসংখ্যক ভোটার আনা গেল না কেন, সেটা পর্যালোচনা করতে হবে। আওয়ামী লীগের ওয়ার্ড-ইউনিট কমিটিগুলো কোথায়? নিশ্চয় সেগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে অথবা তাদের সঙ্গে নগর আওয়ামী লীগের কোনো সমন্বয় নেই।’

সম্পাদকমণ্ডলীর কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে নগর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক দিদারুল আলম বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রামের পটিয়া থেকে নির্বাচিত সাংসদ ও হুইপ সামশুল হক চৌধুরীর প্রসঙ্গ টানেন। তিনি কীভাবে আওয়ামী লীগের মতো একটি সংগঠন থেকে মনোনয়ন পান- এমন কথা বললে সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন তাকে থামিয়ে দেন। এ সময় তিনি বলেন, ‘আপনাদের আবাহনী ক্লাবের দ্বন্দ্ব, খেলার মাঠের দ্বন্দ্ব এখানে আনবেন না। এখানে আমরা সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সাংগঠনিক কথা বলুন।’

আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী পেশাজীবী সংগঠনগুলোতে চট্টগ্রামে নতুন নেতৃত্ব তৈরি না হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্য দেন। তিনি বলেন, ‘একসময় চট্টগ্রাম আদালতে হাজারখানেক আইনজীবী ছিল। কিছুদিন আগেও ছিল তিন হাজারের মতো। এখন ১৫ হাজার আইনজীবী আছেন। অথচ আওয়ামী লীগপন্থীদের মধ্যে নতুন নেতৃত্ব আসছে না। অলাভজনক হলেও আইন কর্মকর্তাদের বিভিন্ন পদেও দীর্ঘদিন ধরে একই মুখ। এসব বিষয়ে নজর দেওয়া প্রয়োজন।’

সাইমুলের বক্তব্যের পর আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আওয়ামী লীগ অনেক বড় সংগঠন। আজ যারা প্রবীণ নেতা তাদের অনেক ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগ আজ এ পর্যায়ে এসেছে। অনেকেরই চাওয়া-পাওয়া আছে। সবকিছুকে সমন্বয় করে সংগঠনকে এগিয়ে নিতে হবে এবং নতুন নেতৃত্ব তৈরি করতে হবে।’

তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক চন্দন ধর সরকারি বিভিন্ন সংস্থার পদে নগর আওয়ামী লীগের নেতাদের অবমূল্যায়নের চিত্র তুলে ধরেন। তিনি কেন্দ্রীয় নেতাদের অবহিত করে বলেন, ‘চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার পদে আমার নাম মন্ত্রী-এমপিরা সুপারিশ করলেও এমডি পলিটিক্যাল লোক উল্লেখ করে আমার নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন। সারাজীবন রাজনীতি করে এখন কি আমি সন্ত্রাসী হয়ে গেলাম?’

চসিকের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সদস্য গোলাম মোহাম্মদ বলেন, ‘চট্টগ্রাম বন্দর যাদের জায়গা-সম্পত্তির ওপর গড়ে উঠেছে, তাদের সেখানে চাকরি-বাকরি হচ্ছে না। চট্টগ্রামের লোকজন চাকরি পাচ্ছে না। এমনকি বন্দরকেন্দ্রিক যে ব্যবসা-বাণিজ্য আছে সেখানেও চট্টগ্রামের লোকজনকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এলাকায় মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যাচ্ছে।’

নগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ সরকারিভাবে নির্মিত মডেল মসজিদে হেফাজতে ইসলামের কাউকে নিয়োগ না দেওয়ার দাবি জানান। এ সময় তিনি নিজে গাউছিয়া কমিটির কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে জানান। মাহবুবুল আলম হানিফ বলেন, ‘আপনার গাউছিয়া কমিটিতে আওয়ামী লীগের লোকজন আছে তো?’

জানা গেছে, সভায় বেশ কয়েকজন নেতা হাইব্রিড, অনুপ্রবেশকারী এবং গত সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কোনো ধরনের পদ-পদবি না দেওয়ার দাবি করেন। এ পর্যায়ে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল হাইব্রিড-অনুপ্রবেশকারী নিয়ে সভায় বলেন, ‘যাকে-তাকে হাইব্রিড বললে দলের মধ্যে বিভক্তি তৈরি হয়। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বঙ্গবন্ধুকে জাতির পিতা মানেন, তাদের তো আওয়ামী লীগ করার ক্ষেত্রে কোনো বাধা নেই।’

‘অনেকে আছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সংগঠন করেন, এখন আওয়ামী লীগে যুক্ত হতে চান, তাদেরকে ঢালাওভাবে হাইব্রিড বলা হয়। এভাবে হলে নতুন প্রজন্ম আওয়ামী লীগে আগ্রহী হবে না। আমাদের দেখতে হবে, বাবা মুক্তিযোদ্ধা কিন্তু ছেলে করে শিবির, তারা যেন বাপের পরিচয়ে আওয়ামী লীগে ঢুকে না পড়ে। আবার মুক্তিযোদ্ধা হয়েও অনেকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না, বিএনপি-জামায়াতের নীতিতে বিশ্বাসী, তারা যেন দলে ঢুকতে না পারেন’- সভায় বলেন নওফেল।

এসব বিষয়ে মাহবুবুল আলম হানিফ তার বক্তব্যে বলেন, ‘অনেক জায়গায় দলের সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অনেকে নির্বাচন করেছেন। বিশেষ করে দলের প্রতীক নৌকা যারা পেয়েছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন করেছে। সিদ্ধান্ত হয়েছে, যারা দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সরাসরি নির্বাচন করেছে তাদের কোনো পদে রাখা যাবে না। কমিটিগুলো যখন হবে, সবাই এটা মাথায় রাখবেন।’

‘দলে যোগদানের বিষয়ে অনেকের কথা এসেছে। আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে। এদেশে লাখ লাখ নেতাকর্মী আওয়ামী লীগের আছে। সে হিসেবে দলে যোগদান করানোর খুব বেশি প্রয়োজন নেই। তারপরও কেউ যদি বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আস্থাশীল হয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারায় সামিল হতে চায়, এরকম কোনো ব্যক্তি বা নেতা যদি আসতে চায়, সেক্ষত্রে যার বিরুদ্ধে কোনো অনৈতিকতার অভিযোগ নেই, যার সঙ্গে যুদ্ধাপরাধীদের কোনো অভিযোগ বা সম্পৃক্ততা নেই, শিক্ষিত, সজ্জন, সমাজে এরকম গ্রহণযোগ্য ব্যক্তি কেন্দ্রের অনুমোদন নিয়ে যোগদান করানো যেতে পারে। একজনের ইচ্ছে হলো কাউকে এনে যোগদান করালাম, সেটার কোনো সুযোগ নেই’- বলেন হানিফ।

সভার বিষয়ে জানতে চাইলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সারাবাংলাকে বলেন, ‘সভায় আমাদের কেন্দ্রীয় নেতারা বলেছেন যে, ইউনিট ও ওয়ার্ড লেভেলে কমিটিগুলোকে পুনরুজ্জীবন দিতে হবে। নতুন রক্ত সঞ্চালন করতে হবে। প্রবীণ ও নবীনের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। আমরা নগর আওয়ামী লীগের সবাই এতে একমত হয়েছি।’

জানতে চাইলে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন সারাবাংলাকে বলেন, ‘কেন্দ্রীয় কমিটির নেতারা একটাই কথা বলেছেন যে, নিচ থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এটা যদি করা না যায় তাহলে ভবিষ্যত রাজনৈতিক প্রতিযোগিতায় আমরা টিকে থাকতে পারব না। নগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এটা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি।’

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম তৃণমূল নগর আওয়ামী লীগ সম্মেলন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর