Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমপি হারুনের কাছে খালেদা জিয়ার চেয়ে পরীমনির গুরুত্ব বেশি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুন ২০২১ ১৮:২০

ফাইল ছবি: ড. হাছান মাহমুদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদের কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও মনে হচ্ছে চিত্রনায়িকা পরীমনির গুরুত্ব বেশি।

সোমবার (২১ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নায়িকা পরীমনি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা শহরের কোথায় কে গিয়ে মধ্যরাতে মদ্যপান করল, আর সেখানে ভাংচুর হলো; সেই পরিপ্রেক্ষিতে সেখানে কিছু ঘটনা ঘটল- সেটা কি জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি এটি নিয়ে মন্তব্য করতে চাই না। কেউ হেনস্থা হওয়াও যেমন ঠিক নয়, তেমনি অহেতুক কাউকে হয়রানি করাও ঠিক নয়।’

সংসদে পরীমনির বিষয়টি নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদের আলোচনা প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির এক নেতাকে দেখলাম এই বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে সংসদে বক্তব্য দিচ্ছেন। আমার মনে হয়, তার কাছে বেগম খালেদা জিয়ার চেয়েও চিত্রনায়িকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে।’

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি ও তার মিত্ররা এসব অপচেষ্টা চালায়। আবার বাংলাদেশে কিছু মানুষ আছে, যারা মনে করেন তারা মহাজ্ঞানী। নিজেকে জাহির করতে অপরের ভুল ধরার জন্য তারা বসে থাকেন।’

তিনি বলেন, ‘আবার কিছু প্রতিষ্ঠান আছে দেশের কোনো অগ্রগতি নিয়ে তাদের কোনো প্রশংসা দেখতে পাই না। শুধুমাত্র দেশের সমালোচনাতেই ব্যস্ত। এই প্রতিষ্ঠানগুলো অবশ্যই দরকার আছে। তারা কোনো জায়গায় কোন কিছুর ব্যত্য় হলে সমালোচনা করবে। কিন্তু একই সঙ্গে দেশের অগ্রগতি, অর্জন তুলে ধরারও দায়িত্ব তাদের। কিন্তু তারা এগুলো করছে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

ড. হাছান মাহমুদ তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর