Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুন ২০২১ ১৮:৪৪

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার চাকরিজীবী, পর্যটক, শিক্ষার্থীসহ অন্য নাগরিকদের ভ্যাকসিন পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন দেশটির রাষ্ট্রদূত রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

সোমবার (২১ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানান।

এসময় স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কথা মনোযোগ দিয়ে শোনেন ও অনুরোধ রক্ষার আশ্বাস দেন।

একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রম বাজার নিয়ে এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যেন ভ্যাকসিন প্রাপ্তিতে সুবিধা পায় সে বিষয়েও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের নিকট অনুরোধ জানান।

সারাবাংলা/জেআর/এমও

কোরিয়া রাষ্ট্রদূত স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর